উদয়শঙ্কর চৌধুরী ১৯০০-১৯৭৭
ভারতীয় আধুনিক নৃত্যের পথিকৃৎ উদয়শঙ্কর চৌধুরী নড়াইলের এক সম্ভ্রামত্ম পরিবারে ৮ ডিসেম্বর ১৯০০ সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের নড়াইলের বাসিন্দা ব্যারিস্টার শ্যামশঙ্কর চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র উদয়শঙ্কর।
আধুনিক ভারতীয় নৃত্যকলার পথিকৃৎ ছিলেন তিনি। বিখ্যাত এই নৃত্যশিল্পী পশ্চিমের ব্যালে নৃত্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতীয় ক্লাসিক্যাল নৃত্যকে নতুন রূপে উপস্থাপন করেছিলেন। তাঁর রচিত নৃত্যে ভারতীয় ধ্রম্নপদী, লোক এবং আদিবাসীদের নৃত্যের নানা উপাদান সংযোজন করে ভারতীয় ধ্রম্নপদী নৃত্যকে দিয়েছিলেন আধুনিক অবয়ব। ১৯২০ ও ১৯৩০-এর দশকে তিনি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে ভারতীয় ধ্রম্নপদী নৃত্য আধুনিক উপস্থাপনের মাধ্যমে তুলে ধরেছিলেন এবং হয়েছিলেন উচ্চপ্রশংসিত। তিনি ১৯৬২ সালে ভারতের সংগীত নাটক অ্যাকাডেমি ফেলোশিপ লাভ করেন এবং ১৯৭১ সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করে। ২৬ সেপ্টেম্বর ১৯৭৭ সালে তিনি কলকাতায় পরলোকগমন করেন।
বেঙ্গল আইটিসি এসআরএ উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১২-এর তৃতীয় দিন আধুনিক নৃত্যকলার পথিকৃৎ প–ত উদয়শঙ্কর চৌধুরীকে উৎসর্গ করা হলো।