Menu

বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসবের রেজিস্ট্রেশন শুরু

বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব-২০১৬’র অনলাইন রেজিস্ট্রেশন সোমবার থেকে শুরু হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশন থেকে জানানো হয়,ww w.bengalclassicalmusicfest.com ওয়েবসাইট থেকে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়াও ইবহমধষ লিখে ৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠিয়ে মোবাইল রেজিস্ট্রেশন করা যাবে। ঢাকার আর্মি স্টেডিয়ামে আগামী ২৪ নবেম্বর শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের পঞ্চ রজনীর বড় এ আসর। ধ্রুপদী সঙ্গীত ও নৃত্যের সঙ্গে যন্ত্রসঙ্গীতের অনবদ্য পরিবেশনায় শ্রোতাদের বিমোহিত করবেন শাস্ত্রীয় সঙ্গীতের বিশ্বখ্যাত শিল্পীরা। বিশাল এই সঙ্গীতযজ্ঞে দেশের ১৬৫ শিল্পীর সঙ্গে অংশ নেবেন ভারতীয় রাগসঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পীরা। দর্শক-শ্রোতার সংখ্যার বিচারে বিশ্বের সবচেয়ে বড় উচ্চাঙ্গসঙ্গীত আসরের স্বীকৃতিপ্রাপ্ত উৎসবটি এ বছর উৎসর্গ করা হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে। পঞ্চমবারের মতো স্কয়ার নিবেদিত এ উৎসবের আয়োজক বেঙ্গল ফাউন্ডেশন। সহযোগিতায় রয়েছে ব্র্যাক ব্যাংক।

এদিন সন্ধ্যা ৭টায় পাঁচ দিনের উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উৎসব চলবে ২৮ নবেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলবে সুর-তাল ও লয়ের খেলায় বৈচিত্র্যময় ধ্রুপদী পরিবেশনা।

View Full Article