Featured Articles – 2017
২৬ ডিসেম্বর উচ্চাঙ্গসংগীত উৎসব স্থান: আবাহনী মাঠ
অনেক নাটকীয়তার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগীতপিপাসুদের প্রিয় উৎসব বেঙ্গল উচ্চাঙ্গসংগীতের ষষ্ঠ আসর। আগামী ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ধানম-ির আবাহনী মাঠে বসবে এ উৎসবটি। এটি চলবে টানা পাঁচ রাত। এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে গবেষক, চিন্তাবিদ ও শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানকে।
প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে পরদিন ভোর ৫টা পর্যন্ত উৎসব চলবে। রাত ১২টায় গেট বন্ধ হয়ে যাবে, বের হওয়া গেলেও আর প্রবেশ করা যাবে না। আবাহনী মাঠের পাশে আবাসিক এলাকা হওয়ায় বিশেষ সফটওয়্যার ব্যবহার করে শব্দ ছড়ানো নিয়ন্ত্রণ করা হবে। থাকছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।