অবশেষে বসতে যাচ্ছে ‘বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত আসর’
বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত আসর বাতিল হওয়ার পর থেকে গণমাধ্যম সংশ্লিষ্টদের মতো সাধারণ মানুষ তাদের হতাশা ও ক্ষোভের কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এ নিয়ে আলোচনা ছিল উল্লেখ করার মতো। এবার সেই সব সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবর হচ্ছে, শেষ পর্যন্ত বসতে যাচ্ছে এই আসরটি। আগামী ২৬ ডিসেম্বর ধানমন্ডির আবাহনী মাঠে উত্সবটির ষষ্ঠ আসর বসবে। টানা ৫ দিন চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে পরদিন ভোর ৫টা পর্যন্ত উত্সব চলবে। গেট বন্ধ হবে রাত ১২টায়। আবাহনী মাঠের পাশে আবাসিক এলাকা হওয়ায় বিশেষ সফটওয়্যার ব্যবহার করে শব্দ ছড়ানো নিয়ন্ত্রণ করা হবে। থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিবছরের মতো অনলাইনে নিবন্ধনের মাধ্যমে সংগ্রহ করতে হবে উত্সবে প্রবেশ পাস। আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে অনলাইন রেজিস্ট্রেশনের কার্যক্রম। বেঙ্গল উত্সবের বিস্তারিত জানাতে গতকাল সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন। সেখানে এসব তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক নুভা নাহিদ চৌধুরী।