Menu

আজ থেকে উচ্চাঙ্গসংগীত উৎসব

রাজধানীর আর্মি স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৬। ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে শাস্ত্রীয় সংগীতের এ আসর। এ উৎসবে সংগীত পরিবেশন করতে বাংলাদেশে প্রথমবারের মতো আসছেন একদল বিদেশি শিল্পী। তাদের অন্যতম সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। উৎসবের তৃতীয় রাতে শোনা যাবে তার সেতার।

তিনি পীযূষ প্রসন্ন বন্দ্যোপাধ্যায়, প-িত বিমলেন্দু মুখোপাধ্যায়, প-িত মানস চক্রবর্তী, ড. এম আর গৌতম এবং প্রখ্যাত সরোদ প-িত রাধিকামোহন মৈত্রের কাছে বিভিন্ন সময় তালিম নিয়েছেন। তার যন্ত্রসংগীত পরিবেশনা যারা শুনেছেন, তারা জানেন বিশিষ্ট এই প-িতের সেতারের জাদুকরী সুরের কথা। ‘আর্টিস্ট ইন রেসিডেন্স’ হিসেবে যুক্তরাষ্ট্রের শিকাগো ও কলোরাডো বিশ্ববিদ্যালয়ে সম্পৃক্ত ছিলেন তিনি। এখন আছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যন্ত্রসংগীত বিভাগে ওস্তাদ আলাউদ্দিন খাঁ চেয়ার প্রফেসর পদে। এ ছাড়া পালন করছেন আরো নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব।

এ ছাড়া কর্ণাটকি সংগীতরীতির বংশিবাদক শশাঙ্ক সুব্রামানিয়ামের পরিবেশনা থাকবে। তার বাঁশি শোনা যাবে উৎসবের তৃতীয় রাতে। এ ছাড়া বাংলাদেশের ১৬৫ জন শিল্পীর পরিবেশনা তো থাকছেই। দর্শক-শ্রোতার সংখ্যার বিচারে বিশ্বের সবচেয়ে বড় উচ্চাঙ্গসংগীত আসরের স্বীকৃতিপ্রাপ্ত উৎসবটি এ বছর উৎসর্গ করা হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে। পঞ্চমবারের মতো স্কয়ার নিবেদিত এ উৎসবের আয়োজক বেঙ্গল ফাউন্ডেশন। সহযোগিতায় রয়েছে ব্র্যাক ব্যাংক।