Menu

আজ থেকে বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব শুরু

thumbnail

প্রতি বছরের মতো এবারও শীতের আমেজে উমে উঠবে সুৃরের ঝংকার। আজ থেকে শুরু হচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব-২০১৬। শুদ্ধ সঙ্গীতের এ আসরটি ২০১২ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। আজ সন্ধ্যায় উৎসবের পর্দা উঠছে। এবারের উৎসবে দেশী শিল্পীদের পাশাপাশি ১৭ জন নতুন বিদেশী শিল্পী অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। একঝাঁক শিল্পী পাঁচটি রাত তাদের যন্ত্র ও কণ্ঠের ঝংকারে মাতিয়ে তুলবেন হাজারো দর্শক। থাকবে চোখ ধাঁধানো মণিপুরি, ভরতনাট্যম, কত্থক ও ওডিশি নাচের পরিবেশনা। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবারের তুলনায় এবার বাংলাদেশের শিল্পীদের সংখ্যাই থাকবে বেশি। বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে বেঙ্গলের পরম্পরা সঙ্গীতালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনা।

এবারের অনুষ্ঠানে প্রথমবারের মতো অংশ নেবেন প্রায় ১৭ জন বিদেশী শিল্পী। তাদের মধ্যে রয়েছেন কিরানা ঘরানার অন্যতম গায়ক প্রভা আত্রে। খেয়াল, ঠুমরি, দাদরা, গজল ও নাট্যসঙ্গীতে যার রয়েছে সমান দক্ষতা। সুরের মাতম তুলে যিনি নিজের থলিতে ভরেছেন পদ্মশ্রী, পদ্মভূষণ, কালিদাস সম্মাননা, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, ঠাকুর একাডেমি রতœ পদকসহ অনেক সম্মাননা। আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেহালাশিল্পী লক্ষ্মীনারায়ণ সুব্রামানিয়াম। দেশীয় ধ্রুপদ সঙ্গীত ছাড়াও অর্কেস্ট্রা, ব্যালের জন্য যিনি বিশ্বব্যাপি সমাদৃত। পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মাননার প্রাপ্তির পাশাপাশি তিনি গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্যও মনোনয়ন পেয়েছিলেন। থাকছেন ভারতের বিখ্যাত তবলাশিল্পী বিক্রম ঘোষ। ধ্রুপদি, ফিউশন, রক, আধুনিক সহ বিভিন্ন রীতিতে যার তবলার ধ্বনি মোহিত করে সবাইকে। কর্ণাটকি কণ্ঠশিল্পী ও বেহালাবাদক জুটি রঞ্জনি ও গায়ত্রী দুই বোনের একক ও যুগল মনোমুগ্ধকর পরিবেশনাও থাকছে এবারের আসরে। আরও থাকবেন মা ওডিশি নৃত্যধারার জনপ্রিয় শিল্পী মাধবী মুদগাল। আরুশি মুদগালও ওডিশি নৃত্যধারার একজন প্রতিভাবান তরুণ শিল্পী। তিনিও তার নাচের ঝংকার তুলবেন মঞ্চে। এছাড়াও রঞ্জনি ও গায়ত্রী উৎসবে অংশ নেবেন বাংলাদেশের ১৬৫ জন শিল্পী। আজকের উদ্বোধনী পর্বে নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গানে মণিপুরি, ভরতনাট্যম, ওডিশি ও কত্থক নাচ করবেন প্রায় ৬০ জন শিল্পী। দ্বিতীয় দিন প্রিয়াঙ্কা গোপের একক কণ্ঠের খেয়াল ও শেষ দিন তারই নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনা। দ্বিতীয় দিন মোহাম্মদ শোয়েবের পরিচালনায় তার শিক্ষার্থীরা পরিবেশন করবেন পরীক্ষামূলক রাগসঙ্গীত। চতুর্থ দিন থাকবে মুনমুন আহমদ ও তার দলের কত্থক নৃত্য। এ ছাড়া উৎসবের দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম দিনে তবলা, সরোদ ও সেতারে যন্ত্রসঙ্গীত পরিবেশন করবেন বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষার্থীরা। উৎসবের সর্বকনিষ্ঠ যন্ত্রশিল্পী হিসেবে দেখা যাবে বেঙ্গলের সাত বছরের সেতারশিল্পী ইসরাত ফুলঝুরি খানকে। প্রতিবারের মতো এবারও মঞ্চে বাজাবেন বাঁশিশিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। পণ্ডিত শিবকুমার শর্মার মোহনীয় সন্তুরের সুরও থাকছে। কণ্ঠসঙ্গীত ও বাদ্যের নানা পরিবেশনা নিয়ে দর্শক-শ্রোতাদের মোহিত করবেন পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত উলহাস কশলকর, ওস্তাদ রশিদ খাঁ, পণ্ডিত কুশল দাস, পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার ও পণ্ডিত উদয় ভাওয়ালকার।

View Full Article