Featured Articles – 2016
আজ যারা গাইবেন
রাজধানীর আর্মি স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী শুরু হওয়া বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসবের আজকের পর্ব শুরু হবে সন্ধ্যা সাতটায়। উৎসবের তৃতীয় দিনে আজ গাইবেন কিরানা ঘরানার অন্যতম গায়ক প্রভা আত্রে। খেয়াল, ঠুমরি, দাদরা, গজল ও নাট্যসঙ্গীতে যার রয়েছে সমান দক্ষতা। বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষার্থীরাও আজ সরোদ ও সেতারে যন্ত্রসঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও উৎসবে সুরের ইন্দ্রজালে বাঁধবেন ওস্তাদ রশিদ খাঁ, শশাঙ্গ সুভ্রামায়ন, অনিন্দ্য চ্যাটার্জি, পণ্ডিত কুশল দাস, পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার। পাশাপাশি ধ্রুপদীর মোহে আচ্ছন্ন রাখবেন পণ্ডিত উদয় ভাওয়ালকার। সঞ্জয় বন্দ্যোপাধ্যায় ও শোয়েব অ্যান্ড আদার্সও গাইবেন আজ।