Featured Articles – 2016
আজ শাস্ত্রীয় সুরের চতুর্থ রজনী
আজ বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীতের চতুর্থ রজনী। এরমধ্যে পুরো জমে উঠেছে উত্সব প্রাঙ্গণ। সারাদিন কাজ শেষে সন্ধ্যায় এখন আর্মি স্টেডিয়ামমুখি উচ্চাঙ্গসঙ্গীতপ্রেমীরা। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে প্রাঙ্গণে ভিড়। আজ মুনমুন আহমেদ ও তার দল রেওয়াজের দলীয় কত্থক নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। তবলা পরিবেশন করবেন নীলেশ রণদেব। খেয়াল পরিবেশন করবেন জয়তীর্থ মেউন্ডি। তবলায় যুগলবন্দি পরিবেশনা থাকছে যোগেশ শামসি ও পণ্ডিত শুভংকর বন্দ্যোপাধ্যায়ের। কর্ণাটকি সঙ্গীতের যুগলবন্দি পরিবেশনা থাকবে রঞ্জনী ও গায়ত্রীর। সরোদ পরিবেশন করবেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। তার সঙ্গে তবলায় থাকবেন পণ্ডিত যোগেশ শামসি। পণ্ডিত অজয় চক্রবর্তীর খেয়াল পরিবেশনের মধ্য দিয়ে শেষ হবে চতুর্থ দিনের পরিবেশনা।
আগামীকাল এই উত্সবের সমাপনী দিন। তাই শেষ দিনটিকে ঘিরে রয়েছে বিশেষ আয়োজন।