আজ শাস্ত্রীয় সুরের তৃতীয় রজনী
আজ ‘বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উত্সব’-এর তৃতীয় রজনী। প্রতিদিনের মতো আজও ঢাকার আর্মি স্টেডিয়ামে বসবে রাতভর গানের এই উত্সব। আজ এই উত্সব শুরু হবে বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষার্থীদের দলীয় সরোদ পরিবেশনের মধ্য দিয়ে। এরপরই শশাঙ্ক সুব্রামানিয়াম মাতাবেন তার বাঁশির সুরে। তার সঙ্গে মৃদঙ্গমে থাকবেন পারুপল্লী ফাল্গুন ও তবলায় সত্যজিত্ তালওয়ালকার। তাদের পরিবেশনার পর মঞ্চে উঠবেন ড. প্রভা আত্রে। তিনি খেয়াল পরিবেশন করবেন। তার সঙ্গে তবলায় থাকবেন রোহিত মজুমদার। তবলা বোলে মাতাবেন পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়। পণ্ডিত উদয় ভাওয়ালকার পরিবেশন করবেন ধ্রুপদ। সেতার বাজিয়ে শোনাবেন পণ্ডিত সঞ্জয়
বন্দ্যোপাধ্যায়। তবলায় থাকবেন পরিমল চক্রবর্তী। সবশেষে রঙিন মঞ্চে উঠবেন ওস্তাদ রশিদ খান। তার খেয়াল পরিবেশনের মধ্য দিয়ে শেষ হবে তৃতীয় দিনের পরিবেশনা। তার সঙ্গে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।
এরইমধ্যে জমে উঠেছে উত্সব। প্রতিদিনই ভিড় বাড়ছে উত্সব প্রাঙ্গণে।