Menu

আজ শাস্ত্রীয় সুরের দ্বিতীয় রজনী

thumbnail

আবারও শহরে শুরু হয়েছে রাতভর উত্সব। গতকাল থেকে শুরু হয়েছে ‘বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উত্সব’-এর পঞ্চম আসর। আজ এর দ্বিতীয় রজনী। ৫ দিনব্যাপী এ উত্সব চলবে আগামী সোমবার পর্যন্ত। উচ্চাঙ্গসঙ্গীতের এবারের আসরে গতবারের অনেকে অনুপস্থিত। তবে এবারের শিল্পী তালিকাতেও রয়েছে আন্তর্জাতিক অঙ্গনের অনেক শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। ঢাকা আর্মি স্টেডিয়ামে চলছে এই উচ্চাঙ্গসঙ্গীত উত্সব। উত্সবের এবারের আসর উত্সর্গ করা হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলছে এ আয়োজন। ১৬৫ জন শিল্পী এবারের উত্সবে অংশগ্রহণ করছেন।

বিগত কয়েকবছর ধরেই শুরু হয়েছে এই রাতভর উত্সব আয়োজন। ফোক ফেস্ট শুরুর পর থেকে লিট ফেস্ট শেষ হওয়ার পরই শুরু হলো এই ‘বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উত্সব’-এর এ আসর। নগরবাসীর কনসার্ট দেখা অভিজ্ঞতাটাও এখন বদলে গেছে অনেকটা। আগামী কয়েকটা দিন তাই সবাই মেতে থাকবে এই উচ্চাঙ্গসঙ্গীত উত্সবে।

View Full Article