Menu

আজ শাস্ত্রীয় সুরের শেষ রজনী

thumbnail

আজ শেষ হতে যাচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত রজনী। আজ উত্সবের শেষদিনে দলীয় সঙ্গীত পরিবেশন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিল্পীরা। দলীয় সেতার বাজিয়ে শোনাবেন বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষার্থীবৃন্দ। আবারও সন্তুরের মোহনীয় সুরে ভাসাবেন পণ্ডিত শিব কুমার শর্মা। কুমার মারদুর শোনাবেন খেয়াল। সেতার পরিবেশন করবেন পণ্ডিত কুশল দাস। খেয়াল পরিবেশন করবেন আরতী অঙ্কালিকার। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার জাদুকরী বাঁশির সুরে সুরে শেষ হবে এই উত্সব। এবার উত্সবে গতবারের অনেকে উপস্থিত না থাকলেও উচ্চাঙ্গসঙ্গীতপ্রেমীরা উত্সবের এ আসরও বেশ উপভোগ করেন। ‘বেঙ্গল ক্লাসিক্যাল’ উত্সবের মধ্য দিয়েই এ বছরের মতো শেষ হতে যাচ্ছে রাতভর উত্সব। এ বছর ফোক ফেস্টের মধ্য দিয়ে শুরু হয় এই রজনী উত্সব। এরপর লিট ফেস্টেও তরুণদের আনাগোনা ছিল লক্ষণীয়।

View Full Article