Featured Articles – 2016
আজ শেষ হচ্ছে উৎসব
ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীতের মহাযজ্ঞ শেষ হচ্ছে আজ। মাতাল করা ধ্রুপদী আর তবলার সুরে আজকেও আসর মাতাবেন দেশী-বিদেশী উচ্চাঙ্গ সঙ্গীতের একদল পণ্ডিত। প্রতিদিনের মতো সন্ধ্যা ৭টায় শুরু হবে উচ্চাঙ্গের বিগলিত সুরের এ উৎসব। রাতের আঁধার বাড়তে বাড়তে উৎসবেও প্রাণ ফিরতে থাকবে আজকেও। শুরুতেই থাকছে বেঙ্গলের পরম্পরা সঙ্গীতালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনা। এরপর একে একে সুরের জাদুতে আচ্ছন্ন করতে মঞ্চে উঠবেন শিব কুমার শর্মা, কুশাল দাস। খেয়ালের মনোমুগ্ধকর পরিবেশনা নিয়ে মঞ্চে উঠবেন আরতি আনকালিকার। এছাড়াও উৎসবের প্রাণবন্ত সুরের আমেজে ভরে দিতে হরিপ্রসাদ চৌরাশিয়াও পারফর্ম করবেন আজ।