Menu

আবাহনী মাঠে আজ শুরু বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব

thumbnail

ধানমন্ডির আবাহনী ক্রীড়াচক্রের মাঠে আজ থেকে শুরু হচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের ষষ্ঠ আসর। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। স্কয়ার নিবেদিত ও ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করছে বেঙ্গল ফাউন্ডেশন। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে ইমেরিটাস অধ্যাপক অনিসুজ্জামানকে। বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বলেন, এবার উৎসবে শুধু উপমহাদেশের শাস্ত্রীয় সংগীত নয়, এর সঙ্গে যোগ করা হয়েছে ওয়েস্টার্ন ক্লাসিক। আজ উৎসবের প্রথম দিন সন্ধ্যা ৭টায় কাজাখস্তান থেকে আসা ৫৮ সদস্যের আস্তানা সিম্ফনি ফিলহারমনিক অর্কেস্ট্রার সঙ্গে গ্রামি মনোনীতি বেহালা শিল্পী পদ্মভূষণ ড. এল সুব্রহ্মণ্যনের যুগল-বাদন পরিবেশিত হবে। এছাড়াও ৫ দিনের এ উৎসবে উপমহাদেশের বিখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পীরা তাদের পরিবেশনা নিয়ে উপস্থিত হবেন। সেই সঙ্গে থাকবে বাংলাদেশের ৫ নবীন শিল্পী, সরকারি সংগীত মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ও বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা এবং শিল্পী ফিরোজ খানের সেতার ও গাজী আবদুল হাকিমের বাঁশির পরিবেশনা।
প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত উৎসব চলবে। প্রতিবারের মতো এবারও উৎসবে প্রবেশ করতে হবে অনলাইনে নিবন্ধন করা প্রবেশপত্র দেখিয়ে। এরই মধ্যে যারা নিবন্ধন করেছেন শুধু তারাই উৎসবে প্রবেশ করতে পারবেন। প্রতিবারের মতো এবারও রাত ১২টার পর অনুষ্ঠানে প্রবেশ করা যাবে না। উৎসব প্রাঙ্গণ থেকে একবার বের হলে আর প্রবেশের সুযোগও থাকছে না। ব্যাগ, ক্যামেরা, পানির বোতল বা কোনো খাবার নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করা যাবে না। উৎসবের সব ধরনের তথ্য জানা যাবে bengalclassicalmusicfest.com
ওয়েবসাইটে।

 

View Full Article