আবাহনী মাঠে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব
উচ্চাঙ্গসঙ্গীত উৎসবের জন্য আবাহনী মাঠ বরাদ্দ পেয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। আগামী সাত দিনের মধ্যে সরকারের অনুমতি মিললে চলতি বছরের ২৬ ডিসেম্বর থেকে ধানমন্ডির আবাহনী মাঠে শুরু হবে পাঁচদিনের এই আয়োজন। ধানমণ্ডিতে বেঙ্গল বই বিপনি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু।
এ বিষয়ে লিটু বলেন, এ বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে উপমহাদেশের যেসব শিল্পীর আসার কথা ছিল, তাদের ‘৮০ শতাংশ’ আসছেন। ৩০ ডিসেম্বর পর্যন্ত উৎসবটি চলবে।
তিনি আরও বলেন, আমরা আয়োজনের জন্য মিরপুরের ইনডোর স্টেডিয়ামটি বরাদ্দ চেয়েছিলাম। আমাদের আবেদনে অর্থমন্ত্রী রাজিও ছিলেন। কিন্তু এর ফলে স্টেডিয়ামের টার্ফ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকায় আমরা ধানমন্ডির আবাহনী মাঠের কথা ভাবি।
বেঙ্গল ফাউন্ডেশন আগামী সাত দিনের মধ্যে একটি সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবে বলে জানান লিটু।
এর আগে এ বছরই ২৩ নভেম্বর থেকে বনানীর আর্মি স্টেডিয়ামে উচ্চাঙ্গসংগীত উৎসবের ষষ্ঠ এ আসর আয়োজনের কথা ছিল। কিন্তু সেনা ক্রীড়া সংস্থার অনুমতি না মেলায় স্থান নিয়ে জটিলতা দেখা দেয়। এরপর আয়োজনটি এ বছর করা হবে না বলে সংবাদ সম্মেলনে করে জানান আবুল খায়ের লিটু।