Featured Articles – 2016
উচ্চাঙ্গসংগীতের রবিবারের আয়োজনে যা থাকছে
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের চতুর্থ দিনের আয়োজন আজ রবিবার, ২৭ নভেম্বর সন্ধ্যা সাতটায় শুরু হবে। রবিবার থাকছে উৎসবের বেশকিছু জমজমাট আয়োজন।
অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করবেন মুনমুন আহমেদ, সঙ্গে থাকবে তার দল রেওয়াজ। তারপর তবলা বাজাবেন নীলেশ রণদেব। খেয়াল শোনাতে মঞ্চে আসবেন জয়তীর্থ মেউন্ডি, তার সঙ্গে তবলায় আজিঙ্কা যোশি।
এরপর তবলায় পন্ডিত যোগেশ শামসি ও পন্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যুগলবন্দি। কর্ণাটক কণ্ঠসংগীতে যুগলবন্দি পরিবেশন করবেন রঞ্জনী ও গায়ত্রী সুব্রমনিয়াম। সরোদ বাজাবেন পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। তার সঙ্গে তবলায় থাকবেন পন্ডিত যোগেশ শামসি। সবশেষে খেয়াল পরিবেশন করবেন পন্ডিত অজয় চক্রবর্তী, তার সঙ্গে তবলা বাজাবেন সৌমেন সরকার।
বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে এবারের উৎসব শেষ হবে আগামীকাল ২৮ নভেম্বর, সোমবার।