ওসত্মাদ আলী আকবর খাঁ

আলী আকবর খাঁ ১৯২২ সালের ১৫ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ওসত্মাদ আলাউদ্দিন খাঁর পুত্র এবং শিষ্য আলী আকবর খাঁ ভারতীয় যন্ত্রসংগীতে প্রথিতযশা শিল্পী। সরোদবাদনে তাঁর নৈপুণ্য আজ বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে। ১৯৩৬ সালে মাত্র ১৪ বছর বয়সে এলাহাবাদের এক সংগীত সম্মেলনে তিনি প্রথম সরোদ পরিবেশন করে ভূয়সী প্রশংসা অর্জন করেন। ১৯৫৫ সালে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বেহালাবাদক ইয়েহুদি মেনুহিনের বিশেষ আমন্ত্রণে সংগীতানুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আইজেনহাওয়ার তাঁকে হোয়াইট হাউসে সংবর্ধনা দিয়েছিলেন। তিনি ভারতীয় সংগীতকে সারা বিশ্বে সুপরিচিত করেছিলেন। তিনি নয়টির বেশি মৌলিক রাগ ও কয়েক প্রকার তালও সৃষ্টি করেছেন।
বেঙ্গল আইটিসি এসআরএ উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১২-এর চতুর্থ দিন এই মহান শিল্পীকে উৎসর্গ করা হলো।