Menu

গানকে বিদায়

উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় গানের শিল্পী বিদুষী গিরিজা দেবী সংগীত জীবনের ইতি টানলেন। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসবে সংগীত পরিবেশনা শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন ৮৯ বছর বয়সী এই কিংবদন্তি শিল্পীÑএমনটাই জানিয়েছেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু। গিরিজা দেবী এর আগে এই উৎসবে দুইবার সংগীত পরিবেশন করে বাংলাদেশের শ্রোতাদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন।

সোনিয়া ও বেনারস ঘরানার প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী গিরিজা দেবী। কণ্ঠশিল্পী ও সারেঙ্গিবাদক সারজুপ্রসাদ মিশ্রর কাছে তিনি প্রথমে খেয়াল ও টপ্পায় প্রশিক্ষণ নেন। পরবর্তীতে চাঁদ মিশ্রর কাছে বিভিন্ন সংগীতরীতি রপ্ত করেন। ছয় দশকের অধিক বর্ণাঢ্য সংগীত জীবনে অর্জন করেছেন বহু পুরস্কার ও সম্মাননা, যার মধ্যে অন্যতম পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, সংগীত নাটক আকাদেমি পুরস্কার এবং সংগীত নাটক আকাদেমি ফেলোশিপ। প্রতিষ্ঠাকাল থেকে কলকাতা আইসিটি সংগীত রিসার্চ একাডেমিতে সংগীত গুরু হিসেবে তিনি নিয়োজিত।

 

View Full Article