Menu

চৌরাসিয়ার বাঁশিতে উৎসবের সমাপ্তি

thumbnail

উৎসবের শেষ দিনের সূচনা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দলীয় কণ্ঠসংগীতের মধ্য দিয়ে। তবলায় থাকবেন স্বরূপ হোসেন ও জাকির হোসেন। তাদের পরিবেশনার পর বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা দলীয় সেতার পরিবেশন করবে। এরপর সন্তুরের সুরে মাত করবেন পণ্ডিত শিবকুমার শর্মা। তবলায় পণ্ডিত যোগেশ শামসি। সংগীত জগতে সন্তুর শব্দটির সঙ্গে পদ্মবিভূষণ শিবকুমার শর্মার নাম অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। সন্তুর বাদনে তিনি নতুন মাত্রা সংযোজন করেছেন। খেয়াল নিয়ে মঞ্চে আসবেন কুমার মারদুর এবং তবলায় আজিঙ্কা যোশি। মধ্যরাতে সেতারের ঝংকারে অনুরণিত করবেন পণ্ডিত কুশল দাস। ভারতের একজন বিশিষ্ট সেতার ও সুরবাহার শিল্পী পণ্ডিত কুশল দাস। বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের তিনি অন্যতম গুরু। ভারতের বিশিষ্ট কণ্ঠশিল্পী আরতি আঙ্কলিকার। তিনি আসবেন খেয়াল নিয়ে। সুকণ্ঠী এই গায়িকার তাল ও সুরের ওপর চমৎকার দখল তার পরিবেশনাকে করে তোলে মোহনীয়। তবলায় সংগত করবেন রোহিত মজুমদার। উৎসবের শেষরাতে মনোমুগ্ধকর পরিবেশনা নিয়ে হাজির হবেন প্রবাদপ্রতিম পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। বাঁশির মায়াবী জাদুতে স্টেডিয়াম ভর্তি দর্শক মাত করতে তার জুড়ি মেলাভার। তার ডাকাতিয়া বাঁশি শোনার অপেক্ষায় প্রহর গুনতে থাকে লাখ লাখ দর্শকশ্রোতা। ফরাসি সরকারের পক্ষ থেকে নাইট উপাধি লাভ করেছেন তিনি। তবলায় থাকবেন পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির শেষ টানে সমাপ্তি ঘটবে এবারকার উৎসবের।

View Full Article