Menu

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের উদ্বোধনী দিনের শিল্পীরা

thumbnail

কাগজ বিনোদন প্রতিবেদক: শাস্ত্রীয় নৃত্য, গীত ও বাদ্যে সাজানো বাংলাদেশ এবং ভারতের বর্ষীয়ান ও উদীয়মান শিল্পীদের পরিবেশনা উপভোগ করা যাবে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) থেকে। এদিন সন্ধ্যা সাতটায় ঢাকার আর্মি স্টেডিয়ামে পাঁচ দিনের পঞ্চম বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের উদ্বোধন হবে। এটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতির উদ্দেশে।

শুরুতে ‘রবি করোজ্জ্বল’ শীর্ষক দলীয় নৃত্য পরিবেশন করবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও তার দল নৃত্যনন্দন। এদিন বাঁশিতে প্রবীণ গোদখিন্ডি ও বেহালায় রাতিশ টাগডের যুগলবন্দিতে তবলায় থাকবেন রামদাস পালসুল।

এরপর প্রধান অতিথি হিসেবে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আরও থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর.এফ. হোসেন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর বিদুষী গিরিজা দেবী পরিবেশন করবেন খেয়াল। তাকে তবলায় সঙ্গ দেবেন গোপাল মিশ্র। এরপর ওস্তাদ আশিষ খান সুর তুলবেন সরোদে। তার সঙ্গে তবলায় থাকবেন পন্ডিত বিক্রম ঘোষ।

‘জাসরাঙ্গি’ শিরোনামে খেয়ালের যুগলবন্দি পরিবেশন করবেন বিদুষী অশ্বিনী ভিদে দেশপাণ্ডে ও পণ্ডিত সঞ্জীব অভয়ংকর। তাদেরকে তবলায় সঙ্গত করবেন আজিঙ্কা যোশি ও রোহিত মজুমদার। প্রথম দিন সবশেষে শ্রোতাদেরকে বেহালার সুরে মন্ত্রমুগ্ধ করতে মঞ্চে আসবেন ড. এলসুব্রহ্ম্যণন। তার সঙ্গে তবলায় থাকবেন পন্ডিত তন্ময় বোস।

২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে উৎসব চলবে রাতব্যাপী। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ড. আনিসুজ্জামান।

মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আরও থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের নিবেদক স্কয়ার গ্রুপ।

View Full Article