Menu

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৬ ম্যান্ডোলিন বাজাবেন ইউ রাজেশ

গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৬। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে শাস্ত্রীয় সংগীতের এই আসর। এ উৎসবে সংগীত পরিবেশন করতে বাংলাদেশে প্রথমবারের মতো আসছেন একদল বিদেশি শিল্পী। তাঁদের মধ্যে একজন ইউ রাজেশ। আজ প্রথমবার উচ্চাঙ্গসংগীত উৎসবের বৃহৎ এই আসরে তিনি ম্যান্ডোলিন বাজাবেন।
ভারতীয় শিল্পী ইউ রাজেশ ম্যান্ডোলিন বাজানো শিখেছেন বাবা ও ভাইয়ের কাছে। ২০০৭ সালে অর্জন করেছেন রাষ্ট্রপতি পুরস্কার। জন ম্যাকলাফিলনের অ্যালবাম ফ্লোটিং পয়েন্ট-এ ম্যান্ডোলিনবাদনের জন্য মূল শিল্পীর সঙ্গে তিনিও গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পান।
বাঁশিশিল্পী পণ্ডিত রণু মজুমদার ও ম্যান্ডোলিনে উপালাপ্পু রাজেশ একসঙ্গে মঞ্চে উঠবেন আজ।
উৎসবের দ্বিতীয় দিনের শিল্পীরা
বিদুষী মাধবী মুদগাল ও তাঁর দল (ওডিশি), বেঙ্গলপরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা (তবলা), প্রিয়াঙ্কা গোপ (খেয়াল), রাহুল শর্মা (সন্তুর), মোহাম্মদ শোয়েব ও তাঁর শিক্ষার্থীরা (কণ্ঠ), পূর্বায়ন চট্টোপাধ্যায় (সেতার), পণ্ডিত উলহাস কাশালকার (খেয়াল), দ্বৈত পরিবেশনায় থাকবেন পণ্ডিত রণু মজুমদার (বাঁশি) ও উপালাপ্পু রাজেশ (ম্যান্ডোলিন)।