Menu

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব কণ্ঠ ও বেহালায় হারাবে স্টেডিয়াম

thumbnail

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের চতুর্থ দিনের আয়োজন শুরু হবে আজ ২৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় বনানীর আর্মি স্টেডিয়ামে। শুরুতেই প্রথিতযশা শিল্পী মুনমুন আহমদ তার দল ’রেওয়াজ’ নিয়ে কত্থক পরিবেশন করবেন।

মুনমুন আহমেদ বাংলাদেশের একজন স্বনামধন্য নৃত্যশিল্পী ও শিক্ষক। তিনি প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করেন আজহার খান ও সৈয়দ আবুল কালামের কাছে। দিল্লির ভারতীয় রামকলা কেন্দ্রে রামমোহন মহারাজ ও রাজকুমার শর্মার কাছে তিনি দীর্ঘদিন তালিম নেন। এরপর তবলা পরিবেশনা করতে মঞ্চে আসবেন নীলেশ রণদেব। পণ্ডিত সুরেশ তালওয়ালকারের সযত্ন তালিমে নীলেশ রণদেব তবলাবাদনে পারদর্শী হয়ে উঠেছেন। ভারতে ও বিশ্বের বিভিন্ন দেশে গুণী শিল্পীদের সঙ্গে সংগীতসভায় তবলা বাজিয়েছেন কৃতিত্বের সঙ্গে। সংগীত উপভোগের পাশাপাশি শ্রোতাদের জন্য খাবার ও পানীয়ের ব্যবস্থা রয়েছে উৎসব প্রাঙ্গণে। এ ছাড়া বিভিন্ন স্টলে পাওয়া যাবে আইস মিডিয়ার ম্যাগাজিন ও বেঙ্গল পাবলিকেশনসের বই। সাংবাদিকদের জন্য থাকছে মিডিয়া সেন্টার জোন। এই রাতে খেয়াল পরিবেশন করবেন জয়তীর্থ মেউন্ডি। তাকে তবলায় সহযোগিতা করবেন আজিঙ্কা যোশি। জয়তীর্থ মেউন্ডি কিরানা ঘরানার একজন কৃতী কণ্ঠশিল্পী। প্রথমবারের মতো আজকে তবলায় যুগলবন্দীতে দেখা যাবে পণ্ডিত যোগেশ শামসি ও পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে। যোগেশ শামসি তার বাবা প্রখ্যাত কণ্ঠশিল্পী পণ্ডিত দিনকার কৈকিনীর কাছেই সংগীতে প্রাথমিক শিক্ষাগ্রহণ করেন।

thumbnail

পরবর্তীকালে তিনি এইচ তারানাথ রাওয়ের কাছে তালিম নেন। অন্যদিকে বিশিষ্ট তবলাবাদক শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় পণ্ডিত স্বপন শীবের তত্ত্বাবধানে প্রশিক্ষণ শুরু করেন। পরবর্তীকালে তিনি অন্যান্য ঘরানার বাদনশৈলীও রপ্ত করেন। এইবারের উৎসবে কর্ণাটক কণ্ঠসংগীতে যুগলবন্দী নিয়ে মঞ্চে হাজির হবেন রঞ্জনী ও গায়ত্রী। রঞ্জনী ও গায়ত্রী বালসুব্রহ্মণ্যন ভগ্নিদ্বয় প্রতিষ্ঠিত কর্ণাটকি কণ্ঠশিল্পী ও বেহালাবাদক জুটি। একক ও যুগল পরিবেশনা উভয়েই তাদের মুনশিয়ানার ছাপ রয়েছে। সরোদের তানে বুঁদ করতে আজ মঞ্চে আসবেন পণ্ডিত তেজেন্দর। ঢাকার বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের তিনি একজন সম্মানীত গুরু। তবলায় সংগত করবেন পণ্ডিত যোগেশ শামসি। শেষ রাতে অন্যান্যবারের মতো এবারও উৎসবে মনোমুগ্ধকর পরিবেশনা নিয়ে হাজির হবেন পণ্ডিত অজয় চক্রবর্তী। পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় তবলায় যুগলবন্দী করবেন। তিনি আইটিসি-সংগীত রিসার্চ একাডেমির প্রথম স্কলার হিসেবে যোগদান করেন, তার সংগীত আয়োজন চলবে ভোর ৫টা পর্যন্ত।

 

View Full Article