Menu

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের পর্দা উঠছে আজ

thumbnail

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের পর্দা উঠছে আজ। দেরিতে হলেও অবশেষে ধানমন্ডির আবাহনী মাঠে শুরু হচ্ছে এ উৎসব। এটি এ উৎসবের ষষ্ঠ আসর। আজ থেকে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠেয় এ উৎসবে উপমহাদেশের বরেণ্য সব উচ্চাঙ্গসংগীত শিল্পীরা গাইবেন। গত পাঁচটি আসর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও বেঙ্গল ফাউন্ডেশন এবার অনুমতি পায়নি সেখানে উৎসব করার। তাই আবাহনী মাঠেই এ উৎসব শুরু হচ্ছে। অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে এবারও শ্রোতারা এ উৎসব উপভোগ করতে পারবেন। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, পণ্ডিত যশরাজ, পণ্ডিত শিব কুমার শর্মা, পণ্ডিত রশীদ খানসহ বেশ ক’জন উচ্চাঙ্গ সংগীতের খ্যাতিমান পণ্ডিত এবারের উৎসবে অংশ নেবেন। উৎসবের প্রথম দিন আজ নিজেদের পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করবেন ড. এল সুব্রমনিয়াম ও আস্তানা সিম্ফনি ফিলহারমনিক অর্কেস্ট্রা, রাজরুপা চৌধুরী (সরদ), ভীদুষী পদ্মা তালওয়ালকার (খেয়াল), ফিরোজ খান (সেতার), সুপ্রিয়া দাশ (খেয়াল), রাকেশ চৌরাসিয়া (বাঁশি) এবং পূর্বায়ন চ্যাটার্জি (সেতার) প্রমুখ।

 

View Full Article