Menu

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের পর্দা নামছে আজ

thumbnail
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের পর্দা নামছে আজ।  পঞ্চম দিনের পরিবেশনার মধ্য দিয়ে আজ এ উৎসব শেষ হচ্ছে।  ষষ্ঠবারের মতো আয়োজিত এ উৎসবটি এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ধানমন্ডির আবাহনী মাঠে।  আজকের এ উৎসবে সংগীত পরিবেশন করবেন বরেণ্য সব পণ্ডিতেরা। এদিকে প্রথম দুদিনের চাইতে তৃতীয় ও চতুর্থ দিন জমে উঠেছিল উৎসব।  চতুর্থ দিন শুক্রবার বন্ধের দিন হওয়ায় এদিন দর্শক সমাগম ছিল অনেক বেশি।  সন্ধ্যা সাতটায় পরিবেশনার শুরুতে ছিল মণিপুরি, ভরতনাট্যম এবং কত্থক নৃত্য। অংশ নেন সুইটি দাস, অমিত চৌধুরী, স্নাতা শাহরিন, সুদেষ্ণা স্বয়মপ্রভা, মেহরাজ হক, এবং জুয়াইরিয়াহ মৌলি।  এরপর সরোদ পরিবেশন করেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা। এ দিন পৃথক পৃথক খেয়াল পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন ওস্তাদ রশিদ খান ও পণ্ডিত যশরাজ।  এ ছাড়া ছিল পণ্ডিত  তেজেন্দ্রনারায়ণ মজুমদারের সরোদ, ড. মাইশুর মঞ্জুনাথের বেহালা, সাসিকয়া রাও দ্য-হাসের চেলো, এবং পণ্ডিত বুদ্ধাদিত্য মুখার্জির সেতার পরিবেশনা।  অন্যদিকে উৎসবের তৃতীয় দিন বৃহস্পতিবার শুরুতেই দলগত সেতার পরিবেশন করেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীবৃন্দ।  এরপর ঘাটম ও কাঞ্জিরা পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন গ্র্যামি বিজয়ী পদ্মভূষণ বিদ্বান ভিক্ষু বিনায়করাম, তার পুত্র সেলভাগনেশ বিনায়করাম ও পৌত্র স্বামীনাথন।  এরপর খেয়াল পরিবেশন করে সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীরা। সরোদ পরিবেশন করেন শিল্পী আবির হোসেন।  এরপরই বাঁশি বাদন নিয়ে মঞ্চে আসেন গাজী আবদুল হাকিম।  ধ্রুপদ সংগীতে দর্শকদের মোহিত করেন পণ্ডিত উদয় ভাওয়ালকর।  এরপর বেহালা বাদন নিয়ে মঞ্চে আসেন বিদুষী কলা রামনাথ।  তৃতীয় দিনের শেষ পরিবেশনাটি ছিল পণ্ডিত অজয় চক্রবর্তীর খেয়াল।  তার বিভিন্ন পরিবেশনা মুগ্ধতা ছড়ায় শ্রোতাদের মাঝে।