Menu

বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীতের আসরে আজ সুরের জাদু ছড়াবেন যারা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার আর্মি স্টেডিয়ামে চলছে ‘বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব ২০১৬’। আবারও সন্ধ্যা থেকে রাত পেরিয়ে ভোর অবধি চলছে সঙ্গীতের আসর। ধ্রুপদ সঙ্গীত ও নৃত্যের সঙ্গে যন্ত্রসঙ্গীতের অনবদ্য পরিবেশনায় শ্রোতাদের বিমোহিত করবেন শাস্ত্রীয় সঙ্গীতের বিশ্বখ্যাত শিল্পীরা। বিশাল এই সঙ্গীতযজ্ঞে দেশের ১৬৫ শিল্পীর সঙ্গে অংশ নিচ্ছেন ভারতীয় রাগ সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পীরা। পঞ্চমবারের মতো এ উৎসবের আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। স্কয়ার নিবেদিত উৎসবেসহযোগিতা করছে ব্র্যাক ব্যাংক। দর্শক-শ্রোতার সংখ্যার বিচারে বিশ্বের সবচেয়ে বড় উচ্চাঙ্গসঙ্গীত আসরের স্বীকৃতিপ্রাপ্ত উৎসবটি এ বছর উৎসর্গ করা হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে। উৎসবের তৃতীয় দিন আজ শনিবার সন্ধ্যায় বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষার্থীদের সরোদ বাদনের মধ্যদিয়ে শুরু হবে অনুষ্ঠান। বাঁশি বাজাবেন কর্ণাটকি সঙ্গীতরীতির বিশিষ্ট বংশীবাদক শশাঙ্ক সুব্রক্ষন্যন। তারসঙ্গে মৃদঙ্গমে থাকবেন পারুপল্লী ফাল্গুন এবং তবলায় সত্যজিৎ তালওয়ালাকার। খেয়াল পরিবেশন করবেন ড. প্রভা আত্রে। তারসঙ্গে তবলা সঙ্গত করবেন রোহিত মজুমদার। তবলা বাজাবেন পন্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়। সঙ্গে তবলায় সঙ্গত করবেন অনুব্রত চট্টোপাধ্যায়। ধ্রুপদ গেয়ে শোনাবেন পন্ডিত উদয় ভাওয়ালকার। সঙ্গে পাখাওয়াজে সঙ্গত দিবেন প্রতাপ আওয়াদ। সেতার বাজাবেন পন্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তবলায় থাকবেন পরিমল চক্রবর্তী। সবশেষে খেয়াল পরিবেশন করবেন ওস্তাদ রাশিদ খান। তবলায় সঙ্গত করবেন পন্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।

 

View Full Article