Menu

বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উত্সবের রেজিস্ট্রেশন শুরু

আগামী ২৪ নভেম্বর থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে পাঁচ রজনীর বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উত্সব। এ উত্সবের আয়োজক বেঙ্গল ফাউন্ডেশন। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে অনলাইনে এই উত্সবের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগ্রহীরা এই সঙ্গীত আয়োজন উপভোগ করার জন্য www.bengalclassicalmusicfest.com এ গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও Bengal লিখে ৬৯৬৯ নাম্বারে এসএমএস পাঠিয়ে মোবাইল রেজিস্ট্রেশন করা যাবে।

এ বছর উত্সবটি উত্সর্গ করা হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে। আসরে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়াসহ ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর ওস্তাদ আশিষ খাঁ সঙ্গীত পরিবেশন করবেন। দেশ-বিদেশের প্রায় দুই শতাধিক শিল্পীর পরিবেশনা থাকছে উত্সবে।