Menu

বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসবের দিন ঘোষণা

thumbnail

শুরু হতে যাচ্ছে পাঁচ দিনের ‘বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব’। আগামী ২৪ নভেম্বর থেকে পঞ্চমবারের মতো শুরু হবে হচ্ছে এই উৎসব।

অন্য বছরের মতো এবারো রাজধানীর আর্মি স্টেডিয়ামে হবে উৎসবটি।

আজ সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকরা। সেইসঙ্গে জানিয়ে দেওয়া হয় এবারের উচ্চাঙ্গসঙ্গীতের কর্মপদ্ধতিও।

বাংলাদেশের সমৃদ্ধ শাস্ত্রীয়সংগীতের ঐতিহ্য পুনরুদ্ধার এবং শ্রোতা ও শিল্পী সৃষ্টির লক্ষ্য নিয়ে প্রতিবারের মতো এবারও উৎসবটির আয়োজক বেঙ্গল ফাউন্ডেশন। এবারের উৎসব উৎসর্গ করা হবে- বাংলাদেশের সদ্য প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতির প্রতি।

এবার উৎসবে উপমহাদেশের প্রখ্যাত ওস্তাদদের সাথে থাকছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী ও নৃত্য শিল্পীরা।

নভেম্বরের শুরু থেকে সীমিত সময়ের জন্য অনলাইন নিবন্ধনের মাধ্যমে শ্রোতারা বিনামূল্যে আয়োজনটি উপভোগ করতে পারবেন। উৎসব চলবে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত।

উৎসবের সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন।

View Full Article