Menu

বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসবে ১৭ বিদেশী নতুন শিল্পী

মাত্র দু’দিন পরই শুরু হতে যাচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব ২০১৬। এবারের উৎসবে ১৭ বিদেশী নতুন শিল্পী অংশ নেবেন বলে জানা গেছে। রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে ২৪ নভেম্বর থেকে এ উৎসব শুরু হবে। তিন দিনব্যাপী এ উৎসবে বিদেশী শিল্পীর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন কিরানা ঘরানার অন্যতম গায়ক প্রভা আত্রে, বেহালাশিল্পী লক্ষ্মীনারায়ণ সুব্রামানিয়াম, ভারতের বিখ্যাত তবলাশিল্পী বিক্রম ঘোষ, কর্ণাটকি কণ্ঠশিল্পী ও বেহালাবাদক জুটি রঞ্জনী ও গায়ত্রী, ওডিশি নৃত্যশিল্পী মাধবী মুদগাল ও আরুশি মুদগাল প্রমুখ।