Menu

বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের রেজিস্ট্রেশন শুরু

thumbnail

বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২০১৬ এর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে আজ সোমবার থেকে। আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে উৎসবের পঞ্চম অধিবেশন। পাঁচ রজনীর এ উৎসবটিতে এবছর অংশ নেবেন বাংলাদেশের ১৬৫ জন শিল্পী। এছাড়াও থাকছে উপমহাদেশের বিখ্যাত পন্ডিতগন। প্রতিবছরের মতো অনলাইনে নিবন্ধনের মাধ্যমে সংগ্রহ করতে হবে উৎসবে প্রবেশ পাস। আজ থেকে শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের কার্যক্রম। এই নিবন্ধন কার্যক্রম চলবে সীমিত সময়ের জন্য। www.bengalclassicalmusicfest.com থেকে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে।

এছাড়া ও Bengal লিখে ৬৯৬৯ নাম্বারে এসএমএস পাঠিয়ে মোবাইল রেজিস্ট্রেশন করা যাবে। অনলাইনের বাইরে ধানমণ্ডির ৭/এ সড়কের ৬০ নম্বর বাড়ির জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠ এবং এয়ারপোর্ট রোডের খিলক্ষেতের  বেঙ্গল সেন্টারে সরাসরি নিবন্ধন করা যাবে।

উৎসব শুরুর প্রথম ২দিন পর্যন্ত অফ-সাইট নিবন্ধন চললেও তৃতীয় দিন থেকে এ সুযোগ থাকবে না। প্রতিদিন রাত একটায় বন্ধ হয়ে যাবে উৎসবের প্রবেশপথ। ভোরে আর্মি স্টেডিয়াম থেকে ফেরার জন্য বাস থাকবে নির্দিষ্ট রুটে।

 

View Full Article