Menu

বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২৪ নভেম্বর শুরু

ঢাকার আর্মি স্টেডিয়ামে ২৪ নভেম্বর শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব বাংলাদেশ। উৎসবটি উৎসর্গ করা হচ্ছে সদ্য প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতির প্রতি। ২৪ থেকে ২৮ নভেম্বর প্রতি সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলবে এ উৎসব। সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা করে বেঙ্গল ফাউন্ডেশন।
সম্মেলনে ফাউন্ডেশনের পক্ষে জানানো হয়, এবারের উৎসবটি বাংলাদেশের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার সঙ্গে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা, স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন। স্বাগত বক্তব্য রাখবেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, স্কয়ার গ্রুপ ও মাছরাঙা টেলিভিশনের পক্ষে অঞ্জন চৌধুরী এবং ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন জারা মাহবুব। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ও স্কয়ার নিবেদিত এ উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। অনলাইনে নিবন্ধন করে বিনামূল্যে প্রবেশের পাস সংগ্রহ করতে হবে। যাদের ইন্টারনেট সংযোগ নেই তারা নির্দিষ্ট সময় পর্যন্ত ধানমন্ডির বেঙ্গল গ্যালারি, বিমানবন্দর রোড খিলক্ষেতে বেঙ্গল সেন্টারে নিবন্ধন করতে পারবেন বলে নিশ্চিত করেছেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। এবারের উৎসবে নতুনত্ব হলো ইউটিউবে লাইভ পরিবেশনা। এ উৎসব উপলক্ষে একটি ওয়েবসাইট উন্মোচন করা হচ্ছে।

View Full Article