Menu

বেঙ্গল ক্লাসিকাল মিউজিক ফেস্ট- ২০১৬ নিয়ে যত FAQ

thumbnail

 

  • কবে শুরু হচ্ছে বেঙ্গল ক্লাসিকাল মিউজিক ফেস্ট?

আগামী ২৪ নভেম্বর বৃহস্পতিবার থেকে সোমবার ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত উৎসব অনুষ্ঠিত হবে।

  • নিবন্ধন শুরু হবে কবে থেকে?

নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে অনলাইনে নিবন্ধন। এখনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি। পত্রিকায় বিজ্ঞাপন, বেঙ্গল মিউজিক ফেস্টের ওয়েবসাইট, ফেসবুক পেজের মাধ্যমে ঘোষণা জানতে পারবেন।

  • নিবন্ধন কত দিন চলবে?

নির্ভর করবে কতজন ফর্ম ফিলাপ করেছেন। এমনও হতে পারে তিন দিনেই অজস্র মানুষ নিবন্ধন করে ফেলেছেন। সেক্ষেত্রে যেকোনো সময়ই নিবন্ধন প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে।

  • নিবন্ধনের সময়টায় যদি আমার নেট কানেকশন না থাকে, তাহলে?

প্রথম দুই দিন আপনার জন্য অফলাইনেও নিবন্ধন করার সুযোগ আছে। লোকেশন দুটো- ১) ধানমণ্ডি ৭/এ সড়কে অবস্থিত জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ (বাড়ি নং ৬০, সড়ক নং ৭/এ, ধানমণ্ডি); ২) খিলক্ষেতে অবস্থিত বেঙ্গল সেন্টারে (প্লট ২, সিভিল এভিয়েশন এরিয়া, এয়ারপোর্ট রোড)।

  •  অনুষ্ঠানস্থলে নিবন্ধন করা যাবে কোনোভাবে?

না।

  • প্রতিদিন গেট বন্ধ হবে কয়টায়?

রাত ১টায়। এরপরে কেউ ঢুকতে পারবেন না।

  • ভেতরে গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে তো?

না। দেশের সামগ্রিক অবস্থায় এবার সিকিউরিটির কড়াকড়ি থাকছে। সেটার প্রেক্ষিতে এবার ভেতরে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই।

  • তাহলে এত ভোরে বাসায় যাব কীভাবে?

ভোরে আর্মি স্টেডিয়াম থেকে ফেরার জন্য নির্দিষ্ট রুটে বাস থাকবে।

  • ওহ আচ্ছা। স্টেডিয়ামে কী কী নিয়ে যাওয়া যাবে না?

মাঠে ব্যাগ নিয়ে ঢোকা যাবে না। ক্যামেরা, খাবার, কোনো প্রকার পানীয় বা ধূমপানের সরঞ্জাম নিয়ে প্রবেশ করা যাবে না। নিরাপত্তা যাচাইয়ের জন্য এবার চেকিংয়ের ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে। সবার সহযোগিতা দরকার।

  • যারা বয়স্ক, তারা কীভাবে এতক্ষণ অপেক্ষা করবে?

বয়স্ক বা হাঁটাচলায় যাদের অসুবিধা আছে, তাঁদের প্রধান ফটক থেকে হুইলচেয়ারে আনার ব্যবস্থা থাকবে।

  • কারা কারা অংশ নেবেন এবার?

এবারের উৎসবে অংশ নেবেন বেনারস ঘরানার প্রবাদপ্রতিম ৮৭ বছর বয়সী বিদুষী গিরিজা দেবী। অতুলনীয় শিল্প শৈলী ও গভীর সাধনার জন্য ভারত সরকার তাঁকে সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ প্রদান করেন। রাগসংগীতের কিংবদন্তি বাবা আলাউদ্দিন খাঁর পৌত্র ওস্তাদ আশিষ খাঁ এবার প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। অন্যান্যবারের মতো এবারো উৎসব মুখরিত হবে প্রবাদপ্রতিম পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, পণ্ডিত শিবকুমার শর্মা ও পুত্র রাহুল শর্মা, পণ্ডিত অজয় চক্রবর্তি, পণ্ডিত উল্লাস কশলকর, ওস্তাদ রশিদ খান, পণ্ডিত কুশল দাসের সঙ্গীতে ও বাদ্যে।

বাঁশি ও ম্যান্ডোলিনের যুগলবন্দী শোনাবেন গ্র্যামি অ্যাওয়ার্ড নমিনি বাঁশিশিল্পী পণ্ডিত রনু মজুমদার ও ম্যান্ডোলিনের বিশিষ্ট রূপকার প্রয়াত ইউ শ্রীনিবাসের ভ্রাতা ইউ রাজেশ। আসরের সবচেয়ে কনিষ্ঠতম শিল্পী সাত বছর বয়সী ইসরাত ফুলঝুরি খান। বাংলাদেশের ১৬৫ জন শিল্পী এবার উৎসবে অংশ নেবেন। পুরো হেডলাইনার পারফরমারদের লাইনআপ দেখুন এই ঠিকানায়- http://bengalclassicalmusicfest.com/headlining-performers/

  • আরও খবরাখবর পেতে চাইলে?

বেঙ্গল মিউজিক ফেস্টের অফিশিয়াল ওয়েবসাইট,

ফেসবুক পেজ,

টুইটার একাউন্ট,

ইনস্টাগ্রাম

  • কোনোভাবে নিবন্ধন করতে যদি গড়িমসি করি, তাহলে আপনাদের কাছ থেকে টিকেট পাওয়া যাবে?

নির্বাক…

 

View Full Article