Menu

ম্যান্ডোলিনের সুরে ভাসবে দ্বিতীয় দিন

প্রথমদিনের উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে উৎসব রাঙিয়ে তোলেন নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও তার দল। ষাটজন শিল্পীর গানে গানে মণিপুরী, ভরতনাট্যম, ওডিশি ও কত্থক রীতির রূপায়ণ সত্যিই অনবদ্য ছিল।

thumbnail

উৎসবটিতে বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নিয়ে স্টেডিয়াম মাতিয়ে তোলেন বিশ্ববিখ্যাত সরোদিয়া ওস্তাদ আলি আকবর খাঁর পৌত্র ওস্তাদ আশিষ খাঁ, প্রবাদপ্রতিম শিল্পী বিদুষী গিরিজা দেবী, জয়পুর আত্রৌলির বিদুষী অশ্বিনী ভিদে ও মেওয়াতি ঘরানার পণ্ডিত সঞ্জীব অভয়ঙ্কর, গোধকিন্ডি ও রাতিশ টাগডের যুগলবন্দী পরিবেশনা। এবারের উৎসবে শেষ প্রহরে শিল্পী পদ্মভূষণ ড. এল সুব্রমিয়ামের পশ্চিমা ও কর্নাটকি ঢংয়ে বেহালা বাজিনো উপভোগ করে হাজার হাজার সংগীতপিপাসু। সংগীতপিপাসুরা দল বেঁধে উপভোগ করেছে সংগীতসুধা। উৎসবের ২য় দিনে মঞ্চে আসবেন বিদুষী মাধবী মুডগাল ও তার শিষ্য আরুশি মুডগাল। প্রেরণাসঞ্চারী ওডিশি নৃত্যের জন্য খ্যাতি লাভ করেছেন বিদুষী মাধবী মুডগাল। নৃত্যপরিচালনা ও কোরিওগ্রাফিতে গভীর বোধসঞ্চার এবং নবীনদের শিক্ষাদানে অফুরান আগ্রহ মাধবী মুডগালকে বিশিষ্ট করে তুলেছে। আরুশি মুডগাল কৌশলগত উৎকর্ষ ও মূলধারার নৃত্যে নতুন মাত্রা সংযোজনের জন্য সুনাম অর্জন করেছেন। আরুশি বিশিষ্ট নৃত্যশিল্পী মাধবী মুডগালের ভ্রাতুষ্পুত্রী ও শিষ্য। উৎসবের এই দিন মোহাম্মদ শোয়েব নিরীক্ষামূলক রাগসংগীত উপস্থাপন করবেন। তবলায় তাকে ইফতেখার আলম প্রধান ও পাখাওয়াজে সুষেন কুমার রায় সাহায্য করবেন। এই উৎসবে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন দিনে দলীয়ভাবে তবলা পরিবেশন করবেন। উৎসবের উল্লেখযোগ্য দিক নবীন শিল্পীদের উপস্থিতি ও একাধিক যৌথ পরিবেশনা। বিশিষ্ট উচ্চাঙ্গসংগীত শিল্পী প্রিয়াংকা গোপ এককভাবে খেয়াল পরিবেশন করবেন। তবলায় সংগীত করবেন ইফতেখার আলম প্রধান।
অন্যবারের মতো এবারও উৎসবে মনোমুগ্ধকর পরিবেশনা নিয়ে হাজির হবেন পণ্ডিত উল্লাস কশলকর। তবলায় থাকবেন পণ্ডিত সুরেশ তালওয়ালকার। ঢাকার বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের তিনি একজন সম্মানিত গুরু। সত্তুরের সুরে মাত করবেন পণ্ডিত শিবকুমার শর্মার পুত্র রাহুল শর্মা। তবলায় সত্যজিৎ তালওয়ালকার। আরও থাকবেন পূর্বায়ন চ্যাটার্জি। এবার এ উৎসবে প্রথমবারের মতো শোনা যাবে ম্যান্ডোলিনের সুর। বাঁশি ও ম্যান্ডোলিনের যুগলবন্দী পরিবেশন করবেন গ্র্যামি অ্যাওয়্যার্ডের জন্য মনোনীত শিল্পী বংশীবাদক রনু মজুমদার ও ইউ রাজেশ।

View Full Article