Menu

রবিশঙ্কর ১৯২০ – ২০১২

thumbnail

পন্ডিত রবিশঙ্কর সেতারের ধ্বনিতে যে বহুমাত্রিক সুর সংযোজন করেছিলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ইতিহাসে তা ভাস্বর হয়ে আছে। তাঁর সৃষ্ট অজস্র সুর একদিকে মানবিক বোধে উজ্জ্বল, অন্যদিকে আনন্দ-বেদনায়ও নিত্যসঙ্গী। সেতার-বাদনের সৃজনশীলতাকে তিনি উচ্চ স্তরে পৌঁছে দিয়েছিলেন। প্রাচ্য ও পাশ্চাত্যের অগণিত মুগ্ধ শ্রোতা তাঁর বাদনশৈলীতে ভবিষ্যতেও হবে উদ্বেলিত।
পন্ডিত রবিশঙ্কর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে খ্যাতনামা সংগীতশিল্পী জর্জ হ্যারিসন ও পন্ডিত আলী আকবর খাঁকে সঙ্গে নিয়ে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে যে বাংলাদেশ কনসার্ট করেন তাতে তিনি বাঙালির যুদ্ধদিনের অসহায়তা, দুঃখ-বেদনা ও মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরেন। এই অনুষ্ঠান বিশ্বের বহু মানুষের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছে। অন্যদিকে এই অনুষ্ঠানের মাধ্যমে সংগৃহীত সমুদয় অর্থ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহায়তা তহবিলে দান করা হয়।
বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধু পন্ডিত রবিশঙ্কর নিত্যস্মরণীয়। ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৩’-এর চতুর্থ ও শেষ দিন এই মহান শিল্পীকে উৎসর্গ করা হলো।