Menu

শুরু হলো উচ্চাঙ্গ উৎসবের নিবন্ধন

thumbnail

২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব’। অনুষ্ঠানটি উপভোগ করতে এর নিবন্ধন করতে হবে। আর এটি শুরু হচ্ছে আজ(১৮ ডিসেম্বর) থেকে।

আয়োজক বেঙ্গল ফাউন্ডেশনের ওয়েবসাইট https://registration.bengalclassicalmusicfest.com/ -এ গিয়ে নিবন্ধন করা যাবে।
এদিকে অনুষ্ঠানকে ঘিরে সব প্রস্তুতি শেষে পর্যায়ে, জানালো আয়োজক প্রতিষ্ঠান।
পাঁচ দিনব্যাপী এ উৎসবের পর্দা নামবে ৩০ ডিসেম্বর (শনিবার)। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে ভোর ৫টা পর্যন্ত উৎসব চলবে। এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানকে।
বরাবরের মতোই এবারের আয়োজনে অংশ নেবেন বিশ্বের নানা দেশের শাস্ত্রীয় সংগীতের মহারথীরা। আসছেন পদ্মবিভূষণ পণ্ডিত যশরাজ, ওডিশি নৃত্যশিল্পী সুজাতা মহাপাত্র, গ্র্যামি বিজয়ী পণ্ডিত বিশ্বমোহন ভট্ট, বিদুষী কালা রামনাথ, গ্র্যামিজয়ী পদ্মভূষণ বিদ্বান ভিক্কু বিনায়করামসহ অনেকে।
পাশাপাশি থাকবে বাংলাদেশি শিল্পীদের পরিবেশনা।

View Full Article