Menu

ষষ্ঠ বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব শুরু হচ্ছে আজ

উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের সাধকদের নিয়ে আজ থেকে ঢাকার ধানমণ্ডিতে শুরু হচ্ছে ষষ্ঠ বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। উৎসবের প্রথম দিনে আজ গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত বেহালা শিল্পী ড. এল সুব্রহ্মণ্যনের পরিবেশনা থাকছে। তার সঙ্গে থাকবে কাজাখাস্তানের ৫৮ শিল্পীর দল আসতানা সিম্ফনি ফিলহারমোনিক অর্কেস্ট্রার পরিবেশনা। এই আসরে রাজরূপা চৌধুরীর সরোদ-বাদনের পাশাপাশি খেয়াল পরিবেশন করবেন বিদূষী পদ্মা তালওয়ালকর। থাকবেন সেতার বাদক ফিরোজ খান ও পূর্বায়ন চ্যাটার্জি, খেয়ালিয়া সুপ্রিয়া দাস ও বংশীবাদক রাকেশ চৌরাসিয়া। এছাড়া কাল উৎসবে থাকবে অদিতি মঙ্গলদাস ড্যান্স কোম্পানির কত্থক পরিবেশনায়। বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের তবলা বাদনের পর সন্তুর পণ্ডিত শিবকুমার শর্মা, খেয়ালিয়া পণ্ডিত উল্লাস কশলকর, সেতার-ওস্তাদ শাহিদ পারভেজ খানের পরিবেশনা থাকছে দ্বিতীয় দিনের আসরে। ধ্রুপদ পরিবেশন করবেন অভিজিত, বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের বাঁশি, পণ্ডিত রনু মজুমদার সরোদ ও পণ্ডিত দেবজ্যোতি বোসের পরিবেশনা।

View Full Article