Menu

সুরসাধক ওসত্মাদ বিলায়েৎ খাঁ

thumbnail

বাংলাদেশের ময়মনসিংহের গৌরীপুরে ১৯২৭ সালে যুগামত্মকারী সুরসাধক ওসত্মাদ বিলায়েৎ খাঁ জন্মগ্রহণ করেন। পিতা বিখ্যাত সেতারবাদক ওসত্মাদ এনায়েত খাঁ গৌরীপুর মহারাজার দরবারে অধিষ্ঠিত ছিলেন। সংগীতে বিলায়েৎ খাঁর প্রথম দীক্ষা হয় পিতার কাছেই। ১৯৩৮ সালে পিতার মৃত্যুর পর তিনি মাতামহ ওসত্মাদ বন্দে হোসেন খাঁ, চাচা ওসত্মাদ ওয়াহিদ খাঁ ও ওসত্মাদ ফৈয়াজ খাঁর কাছে তালিম নিয়েছিলেন। মাত্র এগারো বছর বয়সে মেগাফোন কোম্পানি বিলায়েৎ খাঁ ও তাঁর পিতা ওসত্মাদ এনায়েত খাঁর একটি দ্বৈত সংগীত গ্রামোফোন রেকর্ড বের করে। বিলায়েৎ খাঁর বাজানো সেতারের সুর দর্শক-শ্রোতাদের এতটাই মুগ্ধ করে যে, তাঁর একক বা যুগলবন্দি সংগীত বাদনের গ্রামোফোন রেকর্ড একের পর এক বেরোতে থাকে। ওসত্মাদ বিলায়েৎ খাঁ যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার অনেক দেশে সেতার পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন এবং প্রচুর সম্মান ও স্বীকৃতি লাভ করেন। প্রায়ই তিনি নিজেকে গৌরীপুরের বিলায়েৎ খাঁ হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে তিনি সংগীত পরিচালনা করেছিলেন। তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ খেতাবে ভূষিত করলেও তিনি তা গ্রহণে অপারগতা প্রকাশ করেছিলেন।
বেঙ্গল আইটিসি এসআরএ উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১২-এর দ্বিতীয় দিন সংগীতসাধক ওসত্মাদ বিলায়েৎ খাঁকে উৎসর্গ করা হলো।