সুরের ইন্দ্রজালে শুরু উচ্চাঙ্গ সংগীত উৎসব
সংগীতের সপ্তসুরের ছন্দময় পরিবেশনা দোলা দিয়ে যায় হৃদয়ের গহিনে। সুরে সুরে হৃদয়ের তন্ত্রীতে যে ধারা বয়ে চলে তার প্রমাণ মিলেছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে।
মঞ্চে এলেন উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের জীবন্ত কিংবদন্তি গিরিজা দেবী। হৃদয়ের সুরের ধারাকে কণ্ঠ দিয়ে প্রবাহিত করলেন। শুদ্ধ সংগীতের সমঝদাররা রীতিমতো ধ্যানমগ্ন হয়ে পড়েছিলেন এই সুরসাধকের মায়াজালে। রাগ যোগকোষে খেয়ালের শুদ্ধতায় কয়েক হাজার সুরপিয়াসীর মানসপটে শুদ্ধতায় নিমগ্নতার ছবি এঁকে দিলেন ৮৭ বছর বয়সী এই সুরের দেবী। গতকাল শুরু হওয়া এবারের উৎসবের প্রথম রাতের মূল আকর্ষণই ছিলেন এই শিল্পী। বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে সন্ধ্যায় পঞ্চমবারের মতো শুরু হয় পাঁচ রাতের বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব। শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘রবি-করোজ্জ্বল নৃত্যমালিকা’ শিরোনামের দলীয় নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা ঘটে। নৃত্যশৈলীর নানা ধারায় রবীন্দ্রনাথকে নানাভাবে তুলে ধরেন নৃত্যপটীয়সীরা। শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও তার দলের নাচের নান্দনিকতার পর মঞ্চে আসেন শিল্পী প্রবীণ গোদখিণ্ডি ও রাতিশ টাগড। রাগ মারুবিহাগ ও হংসধ্বনির সংমিশ্রণে বাঁশি ও বেহালায় যুগল পরিবেশনার মুগ্ধতা ছড়ান এই শিল্পীদ্বয়। তাদের সঙ্গে তবলায় সঙ্গত করেন রামদাস পালসুল।
বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের পঞ্চম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উদ্বোধনী রাতের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।