Menu

সুরের সুধায় মুগ্ধ শ্রোতা

thumbnail

শুদ্ধ সুরের মূর্ছনায় আত্মনিমগ্ন শহরের শ্রোতারা। হৃদয় ছুঁয়ে যাওয়া খেয়ালে খেয়ালের রাগ-রাগিনী। কখনও তা শান্ত নদী। কখনওবা চঞ্চলা। কিন্তু রাজধানী ঢাকার অলিগলিতে নিয়ন আলোর ঝলকানি আর যানবাহনের শব্দে তা বোঝার উপায় নেই। সন্ধ্যা ঘনিয়ে আসতেই ধানমন্ডির আবাহনী মাঠে বসে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের ৬ষ্ঠ বারের দ্বিতীয় রাতের আসর। গতকাল দ্বিতীয় দিনের আয়োজনে প্রথমে ছিল অদিতি মঙ্গলদাস ড্যান্স কোম্পানির কত্থক নৃত্যের পরিবেশনা।
তবলা বাদনে অংশ নেবেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিল্পীরা। সন্তুরে শাস্ত্রীয় সংগীতের আভা ছড়াতে মঞ্চে উঠেন প-িত শিবকুমার শর্মা। তারপর প-িত উল্লাস কশলকরের। তিনি এবার খেয়ালের জাদুতে মন্ত্রমুগ্ধ করেন। সেতার শোনান ওস্তাদ শাহিদ পারভেজ খান। তার পাশাপাশি ধ্রুপদ পরিবেশনা ছিলেন অভিজিত কুন্ডু ও বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিল্পীদের। বাঁশিতে শাস্ত্রীয় সুর তুলে ধরেন প-িত রনু মজুমদার। অন্যদিকে দেবজ্যোতি বোস শোনান সুমধুর সরোদ বাদন।

 

View Full Article