Featured Articles – 2016
সৈয়দ শামসুল হককে উৎসর্গ করে ‘বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব’

আগামী ২৪ নভেম্বর এর উদ্বোধন হতে যাচ্ছে ‘বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উত্সব’। পঞ্চমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পাঁচদিনের এ উৎসব উৎসর্গ করা হয়েছে প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে।
গতকাল ঢাকার গুলশানে একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে উত্সব অনুষ্ঠিত হবে। গত চার বছরের ধারাবাহিকতায় ধ্রুপদী সঙ্গীত ও নৃত্যের গুরুত্বপূর্ণ শাখার উল্লেখযোগ্য পরিবেশনা উপস্থাপন করা হবে এতে। এবারের কার্যক্রমের উল্লেখযোগ্য দিক নবীন শিল্পীদের উপস্থিতি ও একাধিক যৌথ পরিবেশনা।