Menu

২৬ ডিসেম্বর শুরু বেঙ্গল মিউজিক ফেস্টিভাল

thumbnail

বেঙ্গল শাস্ত্রীয় সঙ্গীত উৎসব শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এবার আয়োজনটি উৎসর্গ করা হচ্ছে শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানকে। বিশ্বের সবচেয়ে বড় ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভালের একটি ‘বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভাল’। গেল পাঁচ বছর ধরে নিয়মিত শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানটি রাজধানীর আর্মি স্টেডিয়ামে হয়ে এলেও এ বছর ভেন্যু না পেয়ে প্রথমে বাতিল হয় উৎসব। নভেম্বরের শেষ সপ্তাহে আয়োজনটি ঘিরে বিদেশি শিল্পীদেরও দাওয়াত দেয়া সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু শেষ সময়ে এসে আর্মি স্টেডিয়ামে জায়গা না পাওয়ায় অনুষ্ঠানের ৬ষ্ঠ আসরটি বাতিল করা হয়েছিল। পরবর্তী সময়ে জানানো হয় উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবের জন্য রাজধানীর আবাহনী মাঠ বরাদ্দ পেয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। গতকাল রোববার সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে আবাহনী মাঠেই ২৬-৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ বেঙ্গল শাস্ত্রীয় সঙ্গীত উৎসব। এবারের বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবের স¤প্রচার সহযোগী থাকছে চ্যানেল আই।

View Full Article